সাজেকের দূর্গম লংথিয়ান পাড়ায় দুই হতদরিদ্র পরিবারকে চিকিৎসা সহায়তা দিল ৫৪ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়ায় দুই পাহাড়ি হতদরিদ্র পরিবারের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
আজ সোমবার বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদরে এই আর্থিক সহায়তা প্রদান করেন সহকারী পরিচালক আব্দুল আউয়াল।
চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক অনুদান গ্রহণ করেন লংথিয়ান এলাকার নলেন কান্তি ত্রিপুরা এবং সাজেকের জামপাড়ার বিকাশ ত্রিপুরার স্ত্রী। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় এ সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি বয়ে আনে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কর্মকাণ্ডের অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা নিয়মিতভাবে প্রদান করা হয়।
প্রসঙ্গত, সীমান্তবর্তী দুর্গম এলাকায় জনসেবা ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ৫৪ বিজিবির এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের কাছে প্রশংসিত হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।