রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্কঃ
টানা বৃষ্টিতে রাঙ্গামাটি সড়কের নির্মাণাধীন ব্রীজের বিকল্প অস্থায়ী সড়ক ভেঙ্গে বান্দরবানের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, টানা বৃষ্টির কারণে শহরের বালাঘাটা ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স অফিস এলাকায় নিমার্ণধীন বিকল্প সংযোগ সড়ক ভেঙ্গে রবিবার (৭ জুলাই) বিকাল থেকে এই সড়কে হালকা যান চলাচল করলে ও সব ধরনের ভারী যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
নির্মান কাজের ঠিকাদার মো: আজম বলেন, আমরা এই বিষয়ে অবগত হয়েছি এবং দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করবো।
