লেক দখল করে সৌন্দর্য্য নষ্ট করার অভিযোগে নির্মাণাধীন জেলা পরিষদের মোটেলের কাজ বন্ধ
 
নিউজ ডেস্কঃ
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদ দখল করে জেলা পরিষদের নির্মাণাধীন ৫ তলা মোটেলের কাজ বন্ধ করে দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। জেলা শহরের
কেন্দ্রীয় শহীদ মিনারের দক্ষিণ পাশে কাপ্তাই হ্রদের পাড় দখল করে ৩ কোটি টাকা ব্যয়ে মোটেলটি নির্মাণ করা হচ্ছিল। তবে জায়গাটি বাজার ফান্ডের বলে দাবি করেছে জেলা পরিষদ।
রোববার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে নির্মাণাধীন মোটেলের কাজ বন্ধ করে দেয়।
এ সময় শ্রমিকদের থাকার ও নির্মাণ সরঞ্জাম রাখার টিনের চাউনীর ঘরটিও ভেঙ্গে দেওয়া হয়।
স্থানীয়রা এ মোটেলের বিরুদ্ধে অবস্থান ছিল। বেশ কয়েকবার জেলা আইন শৃঙ্খলা সভায় এ বিষয়ে আলোচনা হয় এবং এটি উচ্ছেদের সিদ্ধান্ত মোতাবেক এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
