রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করতে আসছেন সাবেক জাতিসংঘ মহাসচিব - Southeast Asia Journal

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করতে আসছেন সাবেক জাতিসংঘ মহাসচিব

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

কক্সবাজারের বিভিন্ন শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষন করতে বুধবার (১০ জুলাই) কক্সবাজার আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তার সাথে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও কক্সবাজার সফরে আসবেন বলে জানা গেছে।

ইউএনএইচসিআর-এর কক্সবাজার সাব অফিসের একজন উর্ধ্বতন কর্মকতা এ তথ্য নিশ্চিত করেছেন।

উক্ত কর্মকর্তা জানান, বান কি মুন বুধবারই পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে ঢাকা গিয়ে বাংলাদেশ ত্যাগ করবেন।

প্রসঙ্গত, বান কি মুন ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানের জলবায়ু সম্মেলন ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’ এ যোগ দিতে নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা সহ দু’দিনের সফরে মঙ্গলবার বিকেলেই বাংলাদেশে আসবেন। একইসাথে বান কি মুন তার সফরে কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনের ৬ ঘন্টার কর্মসূচীও রেখেছেন।