রাঙামাটিতে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের শিলকাটাছড়া এলাকায় অবৈধভাবে চোরাচালানের সময় বিপুল পরিমাণ সেগুন ও গামারি গাছের গোলকাঠ জব্দ করেছে বিজিবির রাজনগর ব্যাটালিয়নের সদস্যরা।
গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলমের নির্দেশনায় ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির টহল দল উপজেলার ভাসান্যদম ইউনিয়নের শিলকাটাছড়া এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা কাঠ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৫ শত ঘনফুট সেগুন ও গামারি গোলকাঠ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম বলেন, পাচারকারীরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ সেগুন ও গামরি গোলকাঠ পাচার করছিল। চেরাচালানের সাথে আমাদের কোন আপোস নেই। যারা অবৈধ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত কাঠ বনবিভাগে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
