চট্টগ্রামে চোলাই মদসহ দুই উপজাতি মাদক কারবারি গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে ৪৮০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি কলোনির আফজাল মাঝির বাড়ির জাহাঙ্গীর বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, রাঙ্গামাটির জুরাছড়ি থানার দুমদুম্যা ইউনিয়নের বগাখালী গ্রামের ত্রিদীপ তংচঙ্গার ছেলে অমিত তংচঙ্গা ওরফে প্রদীপ (২৬) এবং রাঙ্গামাটি পৌরসভার রাঙ্গাপানি নোয়াদম গ্রামের বিজয় কুমার চাকমার ছেলে সুমন চাকমা (২৭)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিঅ্যান্ডবি এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হযেছে। তাদের কাছ থেকে চোলাই মদ তৈরির সরঞ্জামসহ ৪৮০ লিটার মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেল তাদের আদালতে পাঠানো হয়েছে।