কক্সবাজারের উখিয়ায় ঢলের পানিতে ডুবে রোহিঙ্গা সহোদরের মৃত্যু - Southeast Asia Journal

কক্সবাজারের উখিয়ায় ঢলের পানিতে ডুবে রোহিঙ্গা সহোদরের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

কক্সবাজারের উখিয়ার ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউপির বালুখালীর হাকিম পাড়া ১৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- বালুখালী হাকিম পাড়া ক্যাম্প-১৪ এর ১৬ নম্বর ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে আনোয়ার সাদেক ও আনোয়ার ফয়সাল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, বিকেলে বালুখালী হাকিম পাড়া ক্যাম্পের এই দুই ভাই অন্য শিশুদের সঙ্গে খেলতে ঘর থেকে বেরিয়েছিল। সন্ধ্যা পর্যন্তও তারা ঘরে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে বালুখালী হাকিম পাড়া ১৪ নম্বর ক্যাম্প এলাকার খালে পাহাড়ি ঢলের পানিতে দুইজনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।