কক্সবাজারে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকৃতরা হলেন, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের ৫ নং বাসার মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ সুলতান (১৯), ৮২৪ নং বাসার মোঃ আলমের পুত্র মোঃ আয়াস (১৮) ও ২নং বাসার মোঃ জুবায়েরের পুত্র মোঃ নুর কামাল (১৮)।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ফয়সাল হাসান খান জানান, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লকে একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই রাত সাড়ে ৭টায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করে।
