অবৈধ অস্ত্র উদ্ধারে ভূমিকা রাখায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিলেন দীপংকর তালুকদার
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে ভূমিকা রাখায় পাহাড়ের মানুষ শান্তিতে ঘুমাতে পারে মন্তব্য করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রাঙামাটির বাঘাইছড়ির সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীদের নিয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় আজ রবিবার (১৫ অক্টোবর) এসব কথা বলেন তিনি।
কাঁচালং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
দীপংকর তালুকদার বলেন, আজকের মতবিনিময় প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতোটুকু জনপ্রিয়। আজকে কাউকে অস্ত্রের ভয় দেখিয়ে দমাতে পারেনি। তারপরও বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে সুবিধা ভোগীদের আসতে চাইলেও আসতে পারেনি। এটা কিন্তু ভালো বিষয় নয়। তিনি পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে অস্ত্রধারীদের দমন করার আহবান জানান। আঞ্চলিক দলের সন্ত্রাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, পার্বত্য অঞ্চলে উন্নয়ন চাইলে বাধা নয় সহযোগিতা করুন।