খাগড়াছড়িতে মন্ডপে মন্ডপে সেনাবাহিনীর শারদ শুভেচ্ছা প্রদান
নিউজ ডেস্ক
শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে খাগড়াছড়ির বিভিন্ন মন্ডপে শুভেচ্ছা সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন।
আজ রবিবার (১৫ অক্টোবর) সকালে জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়।
সদর জোনের অন্বেষণ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮টি পুজা মন্ডপের পরিচালনা কমিটির হাতে শুভেচ্ছা উপহারের নগদ সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত।
এসময় তিনি বলেন, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির খাগড়াছড়ির খাগড়াছড়ি গঠনে খাগড়াছড়ি জোন সদা বদ্ধপরিকর। পাহাড়ে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে সদর জোন।
অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলাম, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ এজাজ আহম্মেদ সাজিনসহ বিভিন্ন মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।