সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
 
                 
নিউজ ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তে রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুরের ছেলে শামিউল (১৭) সীমান্তের কাছে গরুর জন্য ঘাস কাটতে যায়। এসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শামিউল।
চরআষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসরাফুল ইসলাম ভোলা বলেন, সীমান্ত ঘেঁষা কাঁটাতারের বেড়ার পাশে না যাওয়ার জন্য স্থানীয় লোকজনকে সতর্ক করে মাইকিং করা হয়। নিহত শামিউল বাংলাদেশ ভূখন্ডে গরুর জন্য ঘাস কাটছিল।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। আইন অনুযায়ী লাশ হস্তাস্তরের ব্যবস্থা নেয়া হবে।
