কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৫১ টি পরিবারে মানবিক সহায়তা বিতরণ
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমায় কেএনএফ সন্ত্রাসীদের তৎপরতায় ক্ষতিগ্রস্ত ৫৫১ টি পরিবারে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
গত ২৩ এবং ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান হতে প্রাপ্ত ২৭.৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে এবং সার্বিক নিরাপত্তায় এই চাল সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী কর্তৃক পাড়াবাসীকে আশ্বাস প্রদান করা হয়।
