বান্দরবানে রুমা জোন কর্তৃক শীতবস্ত্র, শিক্ষাসামগ্রী এবং খেলাধুলার সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

বান্দরবানে রুমা জোন কর্তৃক শীতবস্ত্র, শিক্ষাসামগ্রী এবং খেলাধুলার সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় ৩০টি পরিবারের মাঝে রুমা জোন কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর সদস্যরা এসব শীতবস্ত্র বিতরণ করে।

এছাড়াও এদিন মুনলাই পাড়া প্রাথমিক বিদ্যালয় এর সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী, খেলাধুলার সামগ্রী এবং মুনলাই পাড়ার সৌন্দর্য বৃদ্ধির জন্য ডাষ্টবিন বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ক ম আরাফাত আমিন।

শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী কর্তৃক পাড়াবাসীকে আশ্বাস প্রদান করা হয়।