সোমালিয়া উপকূলে ১৫ ভারতীয়সহ কার্গো জাহাজ ছিনতাই - Southeast Asia Journal

সোমালিয়া উপকূলে ১৫ ভারতীয়সহ কার্গো জাহাজ ছিনতাই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সোমালিয়া উপকূলের পাশে ১৫ ভারতীয়সহ এমভি লীলা নরফোক নামের একটি কার্গো জাহাজ ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছিনতাই হওয়া জাহাজটি দিকে কড়া নজর রেখেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার (০৫ জানুয়ারি) পরিস্থিতি সামাল দিতে একটি যুদ্ধ জাহাজ কার্গোটির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সামরিক কর্মকর্তারা। ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এ খবর জানিয়েছে।

সামরিক কর্মকর্তারা জানিয়েছে, জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ছিনতাই হওয়া কার্গো জাহাজটিতে ১৫ জন ভারতীয় আছেন।

সামরিক কর্মকর্তার মাধ্যমে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়া উপকূলে জাহাজটি ছিনতাই হয়েছে। ভারতীয় নৌবাহিনীর বিমান ছিনতাই হওয়া জাহাজটি নজরে রেখেছে। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই ছিনতাই হওয়া জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে।