আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফের দুপক্ষের গোলাগুলি
 
                 
নিউজ ডেস্ক
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে খাগড়াছড়ির দেওয়ান পাড়া এলাকার শান্তিগ্রাম পাড়ায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে ৫০ থেকে ৬০ রাউন্ড গুলিবিনিময় হয়। তবে হতাহতের ঘটনা জানা যায়নি।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, আমরা ঘটনাটি শুনেছি। বস্তুনিষ্ঠ তথ্য পেলে আপনাদের অবগত করব।
এদিকে, প্রতিপক্ষের গুলিতে সম্প্রতি পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতা নিহত হয়। এর প্রতিবাদে গত ১২ ডিসেম্বর থেকে ইউপিডিএফ এক মাসের জন্য পানছড়ি বাজার বয়কটের ডাক দেয়।
এরপর গত ১২ জানুয়ারি বয়কটের মেয়াদ আরও একমাস বাড়ায় সংগঠনটি। এ সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে বাজার বয়কটের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও জানায় ইউপিডিএফ।
