মেরিডিয়ান কোম্পানির বিরুদ্ধে ম্রো পাড়া উচ্ছেদের অভিযোগ!
 
                 
নিউজ ডেস্কঃ
নতুন পাড়া। অসহায় ও দরিদ্র ২০ পরিবারের একটি ছোট ম্রো পাড়া। লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া-লুলাইন সড়কের পাশে অবস্থিত। পূর্বে রাবার উন্নয়নের শিকার হয়ে জুমচাষের জমি হারিয়ে ঢেঁকিছড়া পাড়া থেকে উচ্ছেদ হয়ে এই নতুন পাড়ার সৃষ্টি। পাড়ায় শিক্ষিত বলতে কেউ নেই। সবাই খুবই সহজ সরল।
নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ও কোম্পানীদের মেয়াদ উত্তীর্ণ ইজারাচুক্তি বাতিলের দাবীতে গত ৩১ জুলাই ২০১৯ইং বান্দরবান জেলা প্রশাসকের কাছে পাড়াবাসীর পক্ষ হয়ে অভিযোগ করেন, য়ংইং ম্রো ও ইনচ্যং ম্রো। অভিযোগ সূত্রে জানা যায়, বনায়নের নামে ওই পাড়াটি উচ্ছেদ করার জন্য মেরিডিয়ান ও লামা রাবার নামে ২টি কোম্পানি বহিরাগত ভূমিদস্যুদের দিয়ে তিন-চার বছর ধরে চেষ্টা করছে। সর্বশেষ গত ৩০ ও ৩১ জুলাই শতাধিক লাঠিসোটাধারি লোকজন দিয়ে পাড়ার জুমের জমি ও পাড়াবাসীর বাগান দখল নিয়েছে। ওই জমি ছাড়া পাড়াটি টিকে থাকতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে বললেও তারা কোনো প্রতিকার পায়নি। আজ বৃহস্পতিবার ১লা আগষ্ট ২০১৯ইং ও কোম্পানীর ভাড়াটিয়া লোকজন দখলের জন্য হামলা করেছে।
অভিযোগে আরো উল্লেখ করে, এই দুইটি কোম্পানী ১৯৯৪ সালে সরকার হতে বাগান করার জন্য উক্ত জমি ইজারা পায়। ইজারাচুক্তির শর্ত ও পার্বত্য শান্তি চুক্তিতে ইজারা নেয়ার ১০ বছরের মধ্যে বাগান করার বাধ্যবাধকতা রয়েছে। এদিকে ২৫ বছর পেরিয়ে গেলেও কোম্পানীরা বনায়ন করেনি। এছাড়া তারা ইজারার অধিকাংশ শর্ত ভঙ্গ করেছে। তাই তাদের ইজারাচুক্তি বাতিল পূর্বক উক্ত জমি খাস করে সরকারের দখলে নেয়ার দাবী করে তারা।
ম্রোরা অভিযোগ করেছেন, মেরিডিয়ান কোম্পানি, লামা রাবার লিমিটেড ও কোয়ান্টাম ফাউন্ডেশন সেখানে হাজার হাজার জমি রাবার বাগানের জন্য ইজারার নেওয়ার নামে দখল করেছে। লামার রাবার লিমিটেডের ১,৬০০ একর, মেরিডিয়ান কোম্পানির ৩ হাজার একরের অধিক জমি দখল করেছে। মেরিডিয়ান কোম্পানি নতুনপাড়া ম্রোদের উচ্ছেদের চেষ্টা করে ব্যর্থ হয়ে একবার পাড়াটি পুড়ে দেবে বলেও হুমকি দিয়েছে। এছাড়া আরো বড় কযেকটি কোম্পানী হাজার হাজার একর জমি দখল করেছে।
মেরিডিয়ান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিনকে স্থানীয়ভাবে অনুরোধ করা হয়েছে ম্রোদের জমি নিয়ে ঝামেলা না করার জন্য। তিনি নিরীহ ম্রোদের বিরক্ত না করার ওয়াদা করেও লাঠিসোটাধারি বাহিনী দিয়ে ম্রোদের জমি দখল করে নিয়েছেন। কী বর্বর, মানবতাহীন কোম্পানি!!
যে জমির উপর ভিত্তি করে ছোট্ট ম্রোপাড়া। সেই জমি বেদখল হওয়ায় স্বাভাবিকভাবে পাড়াবাসী টিকে থাকতে পারবে না। পায়েরতলার মাটি কেড়ে নিলে তাদের উচ্ছেদ হওয়া ছাড়া উপায় কী !!
