খাগড়াছড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

পার্বত্য জেলা খাগড়াছড়িতেও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর পর্যন্ত ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালে। এনিয়ে গত এক সপ্তাহে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানিয়েছেন, আক্রান্ত সকল রোগীই ঢাকা থেকে এসেছে। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় আলাদা একটি ওয়ার্ডে তাদের স্থানান্তর করা হচ্ছে।

তবে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েছে রোগী ও স্বজনরা।

You may have missed