জোড়া খুনের ঘটনায় বড় ঋষিকে প্রধান আসামী করে হত্যা মামলা - Southeast Asia Journal

জোড়া খুনের ঘটনায় বড় ঋষিকে প্রধান আসামী করে হত্যা মামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রোববার (১১ আগষ্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির বাবুপাড়ায় রিপন চাকমার বাসায় অবস্থানরত জেএসএস এমএন গ্রুপের কেন্দ্রীয় যুব সমিতি’র সাধারণ সম্পাদক শত সিদ্ধী চাকমা (৩৮) এবং বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনো চাকমাকে (৩৫)গুলি করে হত্যার ঘটনায় এমএন লারমা গ্রুপের পক্ষ হতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেএসএস (সন্তু) নেতা বড় ঋষি চাকমাকে প্রধান আসামী করে ৫০ জনের নাম উল্লেখ বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করেছেন নিহত এনা চাকমার স্ত্রী সুনয়না চাকমা

বুধবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় বাঘাইছড়ি থানায় তিনি এ মামলাটি দায়ের করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর আলম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, বড় ঋষী চাকমাসহ ৫০জনকে আসামী করে মামলা করা হয়েছে। মামলার বেশীরভাগ আসামী পলাতক, তবে আসামীদের ধরতে পুলিশ শীঘ্রই অভিযান পরিচালনা করবে।