পাহাড়ের সাধারণ মানুষ আঞ্চলিক সংগঠনের কাছে জিম্মি- নিখিল কুমার চাকমা
 
                 
নিউজ ডেস্কঃ
পাবর্ত্য আঞ্চলিক সংগঠনগুলো গুপ্ত হত্যার মাধ্যমে পাহাড়ের সাধারণ মানুষদের জিম্মি করে রেখেছে। প্রতিটি পরিবারের কারো না কারো স্বজন এসব আঞ্চলিক দলের কর্মীদের হাতে হতাহত হয়েছেন মন্তব্য করে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, ছাত্রলীগের নেতা সুদীপ্ত চাকমা (মক্কা), কিনা মোহন চাকমা, যুব লীগের নেতা অরবিন্দু চাকমাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে ছাত্রলীগের নেতা সুদীপ্ত চাকমা (মক্কা) ও নানিয়াচরের তার আপন দুই ভাইকে অহৃরন করে হত্যা করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য তাদের লাশ পর্যন্ত সমাধি করার সুযোগ দেওয়া হয়নি।
নিখিল কুমার চাকমা সকল রাজনৈতিক সংগঠনের কর্মীদের গনতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক চর্চার সহযোগীতা প্রদান করে সম্মিলিত ভাবে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আঞ্চলিক সংগঠনের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের অনুরোধ জানান।
বুধবার (১৪ আগষ্ট) জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা বিশ্রামাগারে অনুষ্ঠিত শোক সভায় জুরাছড়ি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যেতির্ময় চাকমা (কেরল), রাঙামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চারু বিকাশ চাকমা, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জুরাছড়ি যুবলীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান জেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক প্রকাশ চাকমা সভায় উপস্থিত ছিলেন
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিচারক হিসেবে শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, সমবায় কর্মকর্তা শ্যামল চক্রবর্তিসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
