পাহাড়িদের আর্থ-সামাজিক উন্নয়নে রাঙামাটিতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাহাড়িদের আর্থ-সামাজিক উন্নয়নে রাঙামাটিতে হাঁস-মুরগি পালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাহাড়িদের আর্থ-সামাজিক উন্নয়নে রাঙামাটিতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালিদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন সময়ে নানা জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার পার্বত্য জেলা রাঙামাটিতে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালিদের নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া কর্মশালায় প্রশিক্ষণ নেয়া লোকজনের মাঝে প্রণোদনা হিসেবে হাঁস-মুরগিও বিতরণ করা হয় এদিন।

আজ সোমবার (৮ জুলাই) বিকেলে রাঙামাটি সেনা রিজিয়নের ১১৫ বিএসসির এমটি শেডে অনুষ্ঠিত কর্মশালায় সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন ও এএসইউ রাঙ্গামাটি শাখার পৃষ্ঠপোষকতায় এবং সিএইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন অধিনায়ক শাখা এএসইউ রাঙ্গামাটি লেঃ কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন।

এসময় সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল এরশাদ হোসেন চৌধুরী ছাড়াও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এম ফজলুল হক, জেলা ভেটেরিনারি সার্জন ডাঃ দেবরাজ চাকমা, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে উপস্থিত উপকারভোগীদের মাঝে প্রণোদনা হিসেবে হাঁস-মুরগি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালিদের আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এমন জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।