খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ চাঁদাবাজ আটক
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের এক চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার দাতারাম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের একটি দল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এদিন দাতারাম পাড়ায় অভিযান চালায়। এসময় দেশীয় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, নোটবুক, ডায়রি, মোবাইল ফোনসহ ভূবনজয় ত্রিপুরা (৩৪) নামে এক চাঁদাবাজকে আটক করা হয়।
আটককৃত ভূবনজয় ত্রিপুরা ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) চাঁদা কালেক্টর বলে স্বীকার করে বলে জানা যায়। সে নং পাতাছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দাতারাম পাড়ার ব্রজমোহন ত্রিপুরার ছেলে।
সেনাবাহিনী জানিয়েছে, আটকের পর প্রয়োজনীয় কার্যক্রম শেষে ওই চাঁদাবাজকে উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানিয়েছেন, সেনাবাহিনী রবিবার (১৫ সেপ্টেম্বর) তাকে রামগড় থানায় সোপর্দ করেছে। থানায় তার নামে অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
