ভারতে পাচারের সময় কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ করল বিজিবি
নিউজ ডেস্ক
কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়। ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. ইফতেখার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকাল ৫টার দিকে ৩৫টি বাক্সে করে অবৈধভাবে ভারতে পাচারের জন্য এসব ইলিশ নিয়ে যাচ্ছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ইলিশগুলো জব্দ করা হয়। ৮৫০ কেজি ইলিশের বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। বিজিবির নিয়ম অনুযায়ী মাছগুলো বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।