সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহতের ঘটনায় আটক ১
 
নিউজ ডেস্ক
গত ১৮ই আগষ্ট রোববার রাজস্থলী উপজেলার দুর্গম গাইন্দা এলাকায় একটি নিয়মিত সেনা টহলের উপর সন্ত্রাসীদের অতর্কিত গুলি বর্ষণেরর পর গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে মোঃ নাসিম (১৯) নামের এক সৈনিকের মৃত্যুর ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ১ জনকে আটকের খবর পাওয়া গেছে।
আটককৃত ক্যইচিং মারমা (২০) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার ক্য উয়াই প্রু মারমার ছেলে বলে জানা গেছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহাম্মদ খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার (২৮ আগষ্ট) দিবাগত গভীর রাতে রাজস্থলী সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে আজ বৃহস্পতিবার বেলা এগারোটার সময় তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
