ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কম্পিউটার ট্রেনিং’র বিকল্প নেই – নব বিক্রম কিশোর ত্রিপুরা
 
                 
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে পড়ালেখার পাশাপাশি কম্পিউটার ট্রেনিং’র বিকল্প নেই বলে মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
খাগড়াছড়ির কিউ কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের কোর্স সমাপনী উপলক্ষে বৃহস্পতিবার সকালে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি, বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালনসহ হাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান প্রমূখ।
পরে ২৯৬ জন প্রশিক্ষানার্থীদের মাঝে কোর্স সমাপনী উপলক্ষে সনদ পত্র তুলে দেন প্রধান অতিথি।
