বান্দরবানের রোয়াংছড়িতে যুব ফোরাম ফুটবল একাদশকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী

বান্দরবানের রোয়াংছড়িতে যুব ফোরাম ফুটবল একাদশকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী

বান্দরবানের রোয়াংছড়িতে যুব ফোরাম ফুটবল একাদশকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়িতে সম্প্রীতি উন্নয়নে যুব ফোরাম ফুটবল একাদশকে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর রোয়াংছড়ি সাব জোন।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুব ফোরাম ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

রোয়াংছড়ি সাব জোন অধিনায়ক মেজর মো. ইয়াসিন আজিজ এসময় খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী জার্সি ও ফুটবল তুলে দেন।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে ওয়ারেন্ট অফিসার মো. আলঙ্গীর, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমাসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

এসময়ঢাকার ইউডা ইউনিভার্সিটির শিক্ষার্থী ও যুব ফোরাম একাদশ ফুটবল টিমের ম্যানেজার অংহ্লাচিং মারমা উচ্ছ্বাসিত হয়ে বলেন, ‘বান্দরবান সদর উপজেলা ১ নম্বর রাজবিলা ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট চলছে। সেখানে আমরা রোয়াংছড়ি থেকে টুর্নামেন্টের অংশগ্রহণের জন্য টিম দিয়েছি। তবে টিম দিলেও আমাদের দলে কোন জার্সি ছিল না। তাই সাবজোন অধিনায়ক স্যারকে বিষয়টি জানালে স্যারের পক্ষ থেকে ফুটবল, একজোড়া কিপ গ্লাভস ও ব্রিগেড় লোগোকৃত জার্সি দিয়েছেন। কোন দরখাস্ত ব্যতীত মৌখিক বলার সাথে সাথে ব্যবস্থা করেছেন। এসব ক্রীড়া সামগ্রী পেয়ে আমরা সবাই আনন্দিত ও উচ্ছ্বাসিত। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।