জেলা প্রশাসকের সাথে খাগড়াছড়ির বিভিন্ন এনজিও কর্মকর্তাদের সাক্ষাত - Southeast Asia Journal

জেলা প্রশাসকের সাথে খাগড়াছড়ির বিভিন্ন এনজিও কর্মকর্তাদের সাক্ষাত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সাথে জাবারাং কল্যাণ সমিতি, তৃণমূল উন্নয়ন সংস্থা, আলো, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি যৌথ উদ্যোগে প্রতিনিধি দল সৌজন্যে সাক্ষাত করেছেন। এসময় নবাগত জেলা প্রশাসককে ফুল ও ঐতিহ্যবাহী রিসা দিয়ে বরণ করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে এনজিও সংস্থার কর্মকর্তারা সৌজন্য সাক্ষাত করেন।

এসময় উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, আলো সংস্থার নির্বাহী পরিচালক মুকুল কান্তি চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রতিনিধি কাজল বরন ত্রিপুরা, দি কার্টার সেন্টার ও তৃণমূল উন্নয়ন সংস্থার পক্ষে তথ্যবন্ধু ও ট্রেনিং অফিসার মিজ গিতিকা ত্রিপুরা, জাবারাং’র সেতু-এমএলই প্রকল্পে প্রোগ্রাম অফিসার চুমকি মারমা প্রমুখ।