খাগড়াছড়িতে কিশোর-কিশোরী পুনর্মিলনী অনুষ্ঠিত
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বিভিন্ন পাড়ার কিশোর-কিশোরী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে ইউনিসেফ’র সহযোগিতায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের অধীনে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে পুনর্মিলনী উৎসব শুরু হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী মিজ অনামিকা ত্রিপুরা।
পুনর্মিলনী অনুষ্ঠানে উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, চট্টগ্রাম ইউনিসেফ চীপ অফ ফিল্ড অফিসার মিজ মাধুরী ব্যানার্জী ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমূখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কিশোরী রিফাত আরা সীমা জানান, “এই প্রকল্পের মাধ্যমে আমি যে ট্রেনিং পেয়েছি তার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ট্রেনিং করে এসে আমি ক্লাবের মাধ্যমে কিশোরীদের মধ্যে আমার জানা বিষয়গুলো ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিশোরীরা অনেক সচেতন হচ্ছে। এই প্রকল্পটি নিয়মিত চালু থাকলে পাড়ার কিশোর-কিশোরীদের জীবনমান বদলে যাবে।”
