খাগড়াছড়িতে জনতার হাতে প্রসীত পন্থি ইউপিডিএফ’র চাঁদাবাজ আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে জনতার হাতে প্রসীত পন্থি ইউপিডিএফ’র চাঁদাবাজ আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি শহর থেকে লিটন চাকমা (২২) নামে এক ইউপিডিএফ (মূল) এর চাঁদাবাজকে আটক করে খাগড়াছড়ি পৌরসভায় হস্তান্তর করে স্থানীয় জনতা। আটককৃত লিটন ১১নং প্রকল্প গাছবান এলাকার খালাখুলা চাকমার ছেলে।

জানা যায়, উক্ত আটককৃত লিটন ইউপিডিএফ (মূল) এর একজন সক্রিয় চাঁদাবাজ। বিগত ৩ মাস পূর্বে গাছবান এলাকায় খাগড়াছড়ি সদরের শালবন এলাকার আলাউদ্দিনের ছেলে জহির উদ্দিন নামে একজন হকার ঔষধ বিক্রি করতে গেলে উক্ত চাঁদাবাজ তাকে মারধর করে ও তার নিকট হতে ৬টি সীম কার্ডসহ ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং বিকাশ একাউন্টের মাধ্যমে ত্রিশ হাজার টাকা চাঁদা আদায় করে।

পরবর্তীতে উক্ত চাঁদাবাজ তার মোবাইল মেরামত করার জন্য আজ খাগড়াছড়ি শহরে আগমন করলে হকার জহির উদ্দিন তাকে চিনতে পারে এবং স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করে খাগড়াছড়ি পৌরসভায় হস্তান্তর করে।পরে তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।