ইউপিডিএফ কর্তৃক বাঘাইছড়ির ওসিকে গুলি করে হত্যার হুমকি!
![]()
নিউজ ডেস্ক
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাঙামাটির বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুরকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে ইউপিডিএফ এর কর্মী পরিচয়দানকারি এক সন্ত্রাসী।
রাত ৮ টা ২১ মিনিটের সময় ০১৩০২৫৮৩০০০৩ নাম্বার থেকে বাঘাইছড়ি থানার ওসির মুঠোফোনে কল করে তাকে গুলি করে মেরে ফেলার কথা জানায়। এসময় তার কাছে কেন মেরে ফেলবেন এমন তথ্য জানতে চাইলে উক্ত পাহাড়ি যুবক জানায়, “আমাদের পার্টির বিরুদ্ধে অভিযান কেন চলছে এবং আপনি কেন এসব ঘটনায় মামলা দায়ের করেন, অভিযান চালান কেন? আপনাকে গুলি করে মেরে ফেলবো। ভালো হয়ে যান”।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি এমএ মনজুর জানান, আমাকে হুমকি দেওয়ায় আমি মোটেও ভীত নই। আমি সরকারী কর্মচারি, আমি না থাকলেও সরকারি কর্মকান্ড থেমে থাকবে না। হুমকিদাতাকে আমি বলেছি যে, হুমকি দিয়ে কখনো কাউকে থামিয়ে দেওয়া যাবেনা। আমি আমার কাজ আগের চেয়েও আরো দ্রুত এবং কঠিনভাবে পালন করে যাবো। এমএ মনজুর জানান, নিয়মানুষারে আমাকে হুমকি দেওয়ার বিষয়টি আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি এবং তাদের পরামর্শ অনুসারে থানায় জিডি করেছি। ওসি জানান, হুমকির পর থেকেই উক্ত নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে।