পাকুখালীতে নিহত কাঠুরিয়াদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে পার্বত্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলন
![]()
নিউজ ডেস্ক
পাকুয়াখালী উপজাতি সন্ত্রাসী কর্তৃক ৩৫ জন বাঙালি কাঠুরিয়া হত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য অধিকার ফোরাম ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আজ (৮ সেপ্টেম্বর) রোজ রবিবার খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ২নং পৌর কাউন্সিলর এস এম মাসুম রানা।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য অধিকার ফোরামের দীঘিনালা উপজেলা সভাপতি সাদ্দাম হোসেন, জেলা দপ্তর সম্পাদক শাহ আলম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, সরকারের কাছে ১৯৯৬ সালে ৯ সেপ্টেম্বর পাকুয়াখালিতে সংগঠিত বাঙালি গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানান।