সোনামনিকে সভাপতি ও সুমনকে সম্পাদক করে যুব সমিতির দীঘিনালা কমিটির অনুমোদন - Southeast Asia Journal

সোনামনিকে সভাপতি ও সুমনকে সম্পাদক করে যুব সমিতির দীঘিনালা কমিটির অনুমোদন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সোনামণি চাকমাকে সভাপতি, সুমন চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুকিরন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)র সহযোগী সংগঠন যুব সমিতির দীঘিনালা “যুব সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলেজটিলা এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির দীঘিনালা উপজেলা কমিটির সহ-সভাপতি হিমেল চাকমার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যুব বিষয়ক সম্পাদক শ্রী প্রনব চাকমা।

এসময় কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুর্দশন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রত্যেয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক এবং ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞান চাকমা, ছাত্রনেতা সুমেধ চাকমা ও সনেন্টু চাকমা প্রমূখ।

আলোচনা সভার পর উপস্থিত সকলের সম্মতিক্রমে সোনামণি চাকমাকে সভাপতি, সুমন চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুকিরন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।