গুইমারায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যেগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ - Southeast Asia Journal

গুইমারায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যেগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ২০১৯ সালের এসএসসি-এইচএসসির কৃতকার্য ত্রিপুরা শিক্ষার্থীদের সংবর্ধনা, একাদশ শ্রেণীতে উন্নিত শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় (১৩ সেপ্টেম্বর) গুইমারা টাউন হলে টিএসএফ গুইমারা উপজেলা শাখার সভাপতি বতেন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা মানন্নোয়নের কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। তাই কারিগরি শিক্ষার প্রতিও মনোযোগী হতে হবে। এ সময় প্রধান অতিথি সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমের জন্য ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, সিন্দুকছড়ি জোন অধিনায়কের প্রতিনিধি ক্যাপ্টেন মোঃ নাজিউর রহমান, গুইমারার ইউএনও মো: তুষার আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না রানী ত্রিপুরা, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, ওসি মো: শফিকুল ইসলাম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হরিপদ্ম ত্রিপুরা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সজীব ত্রিপুরা প্রমূখ।

পরে স্থানীয় ত্রিপুরা শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা, উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা অংশ নেয়।