মাটিরাঙ্গায় যৌথ অভিযানে গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা থেকে পাচারকালে মোটরসাইকেলসহ দুই কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি যৌথবাহিনী।
গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাারবাগান এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
নিরাপত্তাবাহিনী সুত্রে জানা গেছে, মোটর সাইকেল যোগে গাঁজা মাটিরাঙ্গা বাজারের দিকে নিয়ে আসছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাারবাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায় যৌথবাহিনী। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা গাঁজা ভর্তি বস্তা ও গাঁজা বহনকারী মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে যৌথবাহিনীর সদস্যরা বস্তার খুলে তাতে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত এসব গাঁজার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এসময় গাঁজা পাচারে ব্যাবহৃত মোটর সাইকেলটিও জব্দ করে যৌথবাহিনী।
পরে উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত মোটর সাইকেল মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
