চট্টগ্রামের ভূজপুরে গাঁজাসহ সিএনজি জব্দ করল বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
চট্টগ্রামের ভূজপুরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ১ কেজি ৯শ গ্রাম গাঁজাসহ একটি সিএনজি জব্দ করেছি বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত বাংলাবাজার পাকা রাস্তার উপর থেকে এসব কাঠ জব্দ করে বিজিবির নলুয়াটিলা বিওপিতে কর্মরত সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় জোন (৪৩ বিজিবি) এর অধীনস্থ নলুয়াটিলা বিওপি’তে কর্মরত হাবিলদার মোঃ ফিরোজ আহম্মেদ এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত বাংলাবাজার পাকা রাস্তার উপর হতে মালিকবিহীন ভারতীয় গাঁজা ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত সিএনজি ১ টি আটক করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম শেষে জব্দকৃত গাঁজা পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে ও সিএনজি নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোন ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে। বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
