রাঙামাটিতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় সিগারেট জব্দ করল সেনাবাহিনী

রাঙামাটিতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় সিগারেট জব্দ করল সেনাবাহিনী

রাঙামাটিতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় সিগারেট জব্দ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে অবৈধ ভাবে সীমান্ত পার করে দেশে নিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় সিগারেট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

আজ বুধবার (২৯ জানুয়ারী) সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের সেনা সদস্যরা এসব সিগারেট জব্দ করে।

সূত্র জানায়, বাঘাইহাট জোনের আওতাধীন কিয়াংঘাট এলাকা দিয়ে খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃ মবিন এর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করলে, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে সীমান্ত পার করে নিয়ে আসা ছয়টি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে সেখানে তল্লাশী করে ২০০ কার্টুন অবৈধ ভারতীয় প্যাট্রন ব্র্যান্ডের সিগারেট জব্দ করতে সক্ষম হয় সেনাবাহিনী।

রাঙামাটিতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় সিগারেট জব্দ করল সেনাবাহিনী

জব্দকৃত এসব ভারতীয় সিগারেটের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন অবৈধ সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অধিনস্ত এলাকায় যে অপতৎরতা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।