রাঙামাটিতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পিসিসিপির শীতবস্ত্র বিতরণ

রাঙামাটিতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পিসিসিপির শীতবস্ত্র বিতরণ

রাঙামাটিতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পিসিসিপির শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যােগে জেলা শহরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অঅজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা শহরের কোর্টবিল্ডিং কালেক্টর জামে মসজিদের সামনে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় শীতবস্ত্র বিতরণ করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজম।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সহ-সভাপতি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ ইসমাঈল, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি রক্ষায় ও আর্তমানবতার সেবায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সর্বদা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।