সড়ক পথে পাচারকালে চোলাইমদসহ মাদক কারবারি আটক
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
সড়ক পথে পার্বত্য চট্টগ্রাম থেকে সমতলে পাচারকালে তল্লাশী করে ৮.৭৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে উক্ত মাদক কারবারিকে আটক করা হয়।
সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনাকালীন সময় ৮.৭৫ লিটার চোলাই মদসহ ওই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, আটককৃত আসামীসহ চোলাই মদ নিকটস্থ জোরারগঞ্জ থানায় হস্তান্তর পূর্বক আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
