সেনাবাহিনীর নিয়মিত টহল: ১৫ বছর পর নির্বিঘ্নে নিজ জমি চাষ করতে পারছেন চরের কৃষকরা

সেনাবাহিনীর নিয়মিত টহল: ১৫ বছর পর নির্বিঘ্নে নিজ জমি চাষ করতে পারছেন চরের কৃষকরা

সেনাবাহিনীর নিয়মিত টহল: ১৫ বছর পর নির্বিঘ্নে নিজ জমি চাষ করতে পারছেন চরের কৃষকরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল ও নজরদারির ফলে দীর্ঘ ১৫ বছর পর নির্বিঘ্নে নিজেদের জমি চাষ করার সুযোগ পেয়েছেন নাটোরের লালপুরে পদ্মার পাড়ের চর জাজিরার কৃষকরা।

দীর্ঘ ১৫ বছর এসব চরের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জোরপূর্বক দখল করে সেখানে বালু উত্তোলন ও খনন করে আসছিলো রাজনৈতিক প্রভাবশালীরা। কৃষি জমির টপসয়েল কাটার ফলে কৃষি জমির উর্বরতা নষ্টের পাশাপাশি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হন ওই এলাকার মানুষরা।

অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে বেশ কয়েকবার মানববন্ধন করেও কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা। তবে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গেছে এসব এলাকার চিত্র।

জননিরাপত্তায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১১ এসপি ব্যাটালিয়নের নিয়মিত টহল ও নজরদারির কারনে বদলে গেছে চর জাজিরার কৃষি চিত্র। খুশি কৃষক ও স্থানীয়রা।

জানা গেছে, অবৈধ বালু উত্তোলনকারীদের দৌরাত্ন বন্ধে প্রতিদিন কমপক্ষে একবার সেনাবাহিনীর সদস্যরা চর জাজিরার ৫ কিলোমিটার এলাকায জুড়ে টহল দেন। এর ফলে ১৫ বছর পর কৃষকরা বিনা বাধায় নিজ জমি চাষ করতে পারছেন।

এর আগে, অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা অবৈধ বালু উত্তোলন করা তিনটি পয়েন্টে প্রায় ২৩ কোটি টাকার বালু জব্দ করেছে বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, কিছু প্রভাবশালী লোকজন অবৈধভাবে মাটি কেটে পুরো চরের দৃশ্যপট পরিবর্তন করে ফেলেছে। এখন আর সেটি হচ্ছে না।

কৃষকরা বলেন, সেনাবাহিনী আসার পর থেকে সেখানে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়ে গেছে। তাদের দাবি, সেনাবাহিনীর টহল অব্যাহত রাখার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ হোক।

কৃষিবিদরা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙ্গনের মুখে পড়ে কৃষকের জমি। এছাড়া কৃষি জমির টপসয়েল কাটার ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে কৃষির উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি দেশীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।