রামগড় জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের সনদপত্র বিতরণ

রামগড় জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের সনদপত্র বিতরণ

রামগড় জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের সনদপত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়স্থ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে এসব সনদপত্র বিতরণ করা হয়।

রামগড় জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের সনদপত্র বিতরণ

রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এসময় তিনি বলেন, রামগড় বিজিবি জোন দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে, তারই একটি অন্যতম কার্যক্রম হচ্ছে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদান করা।

রামগড় জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের সনদপত্র বিতরণ

তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীগণ এই প্রশিক্ষণ আগ্রহ সহকারে গ্রহণ করে ব্যক্তিগত জীবনসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং রামগড় জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে পদস্থ বিজিবি কর্মকর্তা ছাড়াও কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের প্রশিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।