সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালাস্থ সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪ ইস্ট বেঙ্গল) এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয় এদিন।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে দীঘিনালা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে নবীন সৈনিকদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক।

এসময় বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল খায়রুল আমিন, সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আসিফ আহমেদ তানজিল, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এতে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেজিমেন্টের ইতিহাস, বীরত্বপূর্ণ অবদান, উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

উল্লেখ্য, দেশমাতৃকার গর্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধের সর্বোচ্চ সামরিক সম্মানপ্রাপ্ত সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল ছিলেন এ রেজিমেন্টের একজন অকুতোভয় বীর সৈনিক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।