সিলেটে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটে ৪ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য ও গরু জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের পণ্য ও গরু জব্দ করা হয়।

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মো.নাজমুল হক।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, প্রতাপপুর, কালাসাদেক, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি পান্থুমাই, সোনারহাট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় স্কিন সাইন ক্রিম, কফি, চিনি, কমলা, ডাবর গোলাবেরি ক্রিম, ফুচকা, গরু-২০ টি, পেপার ন্যাকপিন, বেটনোভেট এন ক্রিম, ভ্যাসলিন লোশন, পটাশ ফার্টিলাইজার, শাড়ী, শুটকি, ডাবর রেড টুথপেস্ট, হাজমোলা, অডোনিল, ডাবর আমলা হেয়ার অয়েল, চকলেট, জিরা এবং মদ আটক করা হয়।

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।