বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার জোর দাবি

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার জোর দাবি

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক আবিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার জোর দাবিজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের কথা বলা হয়েছে।

দিল্লির লোদি রোডের সিজিও কমপ্লেক্সে বিএসএফের সদর দপ্তরে গত মঙ্গলবার বৈঠক শুরু হয়েছে। গতকাল বৈঠকের দ্বিতীয় দিনে বিজিবি প্রতিনিধি দলের সম্মানে বিএসএফ নৈশভোজের আয়োজন করে। বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতের পক্ষে বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাহিনীর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক। কিন্তু সীমান্ত লঙ্ঘন করলেই কাউকে গুলি করে মেরে ফেলা মানবিক নয়। অন্যদিকে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, বিএসএফ সবসময় আইনি ব্যবস্থা নেয়ার চেষ্টাই করে। কিন্তু কখনো কখনো অপরাধ চক্র আক্রমণাত্মক হয়ে উঠলে গুলি চালানো ছাড়া উপায় থাকে না। এ প্রবণতা ও অপরাধ বন্ধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা রূপায়ণের ওপর জোর দিয়েছে তারা।

সীমান্ত হত্যা ছাড়া বিজিবি বিশেষ গুরুত্ব আরোপ করেছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার ওপর। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ভারতের দিকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কোনো কোনো এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিএসএফের পক্ষ থেকে বৈঠকে বলা হয়, দুই দেশের স্বীকৃত বোঝাপড়া অনুযায়ীই তারা কাজ করছেন। বিজিবির উচিত দুই দেশের সার্বভৌম সরকারের সেই সিদ্ধান্তকে গুরুত্ব দেয়া।

তবে বিজিবি বলছে, দুই দেশের স্বীকৃত বোঝাপড়া অনুযায়ী বেড়া দেয়ার আগে তা কোথায়, কীভাবে দেয়া হবে তা নিয়ে দুই বাহিনীর যৌথ জরিপের কথা বলা হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে সেই নীতিগত সিদ্ধান্ত না মেনে একতরফা সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

আজ বৈঠকের তৃতীয় ও শেষ দিনের আলোচনা শেষে বিজিবি প্রতিনিধিদের দেশে ফেরার কথা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed