রাজস্থলীতে অজ্ঞাত উপজাতি ব্যক্তির লাশ উদ্ধার
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) সকাল পৌনে দশটার সময় উপজেলার বাঙ্গালহালিয়ার কাঁকড়াছড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন।
জানা গেছে, মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাতে কাঁকড়াছড়ি এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এলাকাটিতে আঞ্চলিকদলীয় এবং মগ লিবারেশন পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনা থাকায় স্থানীয়রা ভয়ে বাসা থেকে কেউ রাতে বের হয়নি। পরে সকাল বেলা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত ঘটনাস্থলে পৌঁছে পৌনে দশটার সময় লাশটি উদ্ধার করেছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, নিহত ব্যক্তি উপজাতি সম্প্রদায়ের বলে মনে হচ্ছে।
