মধ্যরাতে খাগড়াছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি বাজারের আদালত সড়ক এলাকায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি বন্ধ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।