র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে রাঙামাটিতে শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Southeast Asia Journal

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে রাঙামাটিতে শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভাসহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে রাঙামাটিতে জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে সুবর্ণ জয়ন্তী পালন করেছে রাঙামাটি জেলা শ্রমিকলীগ।

শনিবার (১২অক্টোবর) সকাল ১০টায় জেলা শ্রমিকলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বনরুপা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত ভবনের সামনে এসে শেষ হয়। পরে শহরের চতুর্থ শ্রেনির ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার আহমদের সভাপতিত্ব ও যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, যুগ্ন-সম্পাদক রফিক তালুকদার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, শ্রম বিষয়ক মোঃ হানিফ, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, মহিলা যুবলীগের আহবায়ক রোকেয়া আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধবিধস্ত দেশটিকে স্বাধীন করে প্রথমেই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন। আজ তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তা কোন সরকারের আমলেই সম্ভব হয়ে উঠেনি।

You may have missed