মিয়ানমারের ব্যস্ত বাজারে জান্তার হামলা, নিহত অন্তত ৯
 
                 
নিউজ ডেস্ক
মিয়ানমারের জান্তা বাহিনীর একটি জেট ফাইটার শুক্রবার দুপুরে ম্যান্ডালয় অঞ্চলের একটি ব্যস্ত বাজারে হামলায় অন্তত ৯ জনকে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক এবং দুটি শিশু (একটি পাঁচ বছরের এবং একটি শিশুবাচ্চা) রয়েছে।
এ হামলাটি ঘটেছে লেট পান হ্লা গ্রামে, যা ম্যান্ডালয় শহর থেকে প্রায় ৫০ মাইল উত্তর এবং সিঙ্গু শহরের ৫ মাইল পূর্বে অবস্থিত। সিঙ্গু শহরটি গত বছরের জুলাই মাসে জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এর অধীনে প্রতিরোধ বাহিনীর দখলে চলে যায়।
স্থানীয় সাক্ষীদের মতে, হামলা শুরুর আগে জেট ফাইটারটি গ্রামটির উপর তিনবার চক্কর দেয়। এরপর এটি ব্যস্ত বাজারের উপর আঘাত হানে, যেখানে তখন বিপুল সংখ্যক মানুষ অবস্থান করছিল।
এ হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কিছু গুরুতর অবস্থায় রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
