আলীকদমে সেনা অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, দুই সন্ত্রাসী আটক

আলীকদমে সেনা অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, দুই সন্ত্রাসী আটক

আলীকদমে সেনা অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, দুই সন্ত্রাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম ডাংকু পাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুইজন সন্দেহভাজন সন্ত্রাসীকেও আটক করেছে সেনাবাহিনী।

সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয় এবং সেনাবাহিনী তাদের আস্তানার নিয়ন্ত্রণ নেয়।

অভিযানে সেনাবাহিনী সন্ত্রাসীদের ব্যবহৃত ৮টি গাদা বন্দুক, বিপুল পরিমাণ গোলাবারুদ, ২টি ওয়াকি-টকি সেট, ১টি বার্মিজ ছুরি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করে।

অভিযান চলাকালে দুইজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযানের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই অভিযানের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম হ্রাস পাবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।