রামগড়ে বিজিবির মানবিক উদ্যোগ: ১৬০ পরিবার পেল ইফতার ও খাদ্যসামগ্রী

রামগড়ে বিজিবির মানবিক উদ্যোগ: ১৬০ পরিবার পেল ইফতার ও খাদ্যসামগ্রী

রামগড় বিজিবির মানবিক উদ্যোগ: ১৬০ পরিবার পেল ইফতার ও খাদ্যসামগ্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ালো খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়স্থ সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ সোমবার (১৭ মার্চ ২০২৫) বিকালে রামগড় উপজেলায় ১৬০টি অসহায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রামগড় বিজিবির মানবিক উদ্যোগ: ১৬০ পরিবার পেল ইফতার ও খাদ্যসামগ্রী

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব ইফতার ও খাদ্যসামগ্রী তুলে দেন।

এই উদ্যোগের আওতায় অসহায় পরিবারগুলো পেয়েছে চাল, ডাল, চিনি ও সেমাই, যা তাদের ইফতার আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলবে।

রামগড় বিজিবির মানবিক উদ্যোগ: ১৬০ পরিবার পেল ইফতার ও খাদ্যসামগ্রী

বিজিবির এমন মানবিক কার্যক্রমে সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক উপকারভোগী বলেন, ‘এই সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। রমজানে পরিবারের জন্য ইফতার নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।’

বিজিবির রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানিয়েছেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বিজিবি সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

রামগড় বিজিবির মানবিক উদ্যোগ: ১৬০ পরিবার পেল ইফতার ও খাদ্যসামগ্রী

এদিন ইফতার ও খাদ্যসামগ্রী প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে রামগড় জোন উপ-অধিনায়ক মেজর নুর আহাম্মদ, সহকারী পরিচালক রাজু আহমেদ সহ পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজিবির এই মহতী উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। এ ধরনের মানবিক সহায়তা শুধু খাবারই নয়, বরং মানুষের মনে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।