সীপকস, রামগড়’র উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজানে অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), উপশাখা রামগড় এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
আজ সোমবার (১৭ মার্চ ২০২৫) সীপকস-এর প্রধান পৃষ্ঠপোষকের নির্দেশনায় রামগড় উপজেলার কালাডেবা ইসলামীয় দারুল উলূম মাদরাসার (এতিমখানা ও হেফজখানা) ৬০ জন এতিম শিশুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সীপকস-এর পক্ষ থেকে রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর আহাম্মদ নিজ হাতে এসব ইফতার সামগ্রী শিশুদের মাঝে বিতরণ করেন।
ইফতার সামগ্রী পেয়ে খুশি শিশুরা। তাদের এক অভিভাবক বলেন, রমজানে এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। বিজিবি ও সীপকস-এর প্রতি আমরা কৃতজ্ঞ।
সীপকস, রামগড়-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা চাই, রমজানের বরকত সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, এতিম শিশুদের জন্য আয়োজিত এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার অনুপ্রেরণা জাগিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।