সীপকস, রামগড়’র উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজানে অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), উপশাখা রামগড় এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
আজ সোমবার (১৭ মার্চ ২০২৫) সীপকস-এর প্রধান পৃষ্ঠপোষকের নির্দেশনায় রামগড় উপজেলার কালাডেবা ইসলামীয় দারুল উলূম মাদরাসার (এতিমখানা ও হেফজখানা) ৬০ জন এতিম শিশুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সীপকস-এর পক্ষ থেকে রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর আহাম্মদ নিজ হাতে এসব ইফতার সামগ্রী শিশুদের মাঝে বিতরণ করেন।
ইফতার সামগ্রী পেয়ে খুশি শিশুরা। তাদের এক অভিভাবক বলেন, রমজানে এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। বিজিবি ও সীপকস-এর প্রতি আমরা কৃতজ্ঞ।

সীপকস, রামগড়-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা চাই, রমজানের বরকত সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, এতিম শিশুদের জন্য আয়োজিত এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার অনুপ্রেরণা জাগিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।